বিপন্ন অস্ট্রেলিয়া...
এ ঢল নামে কোন মহাকালের পথ বেয়ে,
কার অভিশাপ লাগলো কবে-
আপন কর্ম দোষে!
অথৈ পানি, পানি আর পানি থৈথৈ প্লাবনে...
একে একে ভাসিয়ে নিলো কিংস্টন, কুইন্সল্যান্ড, ক্যানভেরা, রকহ্যাম্পটনসহ আরো আরো শহর।
প্রাণের হৈ চৈ নিমেষেই থমকে দাঁড়ালো;
" ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী".........
স্তম্ভিত আজ মানবত্মার সরব স্তুতি ;
'চাচা আপন প্রাণ বাঁচা'- জীবন বাঁচানো ফরজ।
বরফ গলতে শুরু করেছে....
শুধু, একা কাঁদবে কেন বাংলাদেশ!
দেখ, তোমার বন্ধু হলাম........
এতোদিন গলায় টাই ঝুলিয়ে- বাক্সবন্দি
কালোধোঁয়ার সওদা করেছি। আজ বড় ক্লান্ত,
বড়ই শ্রান্ত।
শাবাশ! কোপেনহেগেন...
পারোনিতো কী হয়েছে..!
আবার, দেখা হবে নতুন কোন শহরে.....
অন্য কোন খানে--
বোধদয়ের নতুন তত্ত্ব, নতুন কোন সন্ধি নিয়ে।।
মিটুল কুমার বোস[ ১২/০১/২০১১, বুধবার।
[বি.দ্র: কবিতাটি 2011 সালে যখন অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা হয় তখন[12/01/2011]লেখা হয়েছিলো।]