মাটির প্রতিমা বিসর্জন
লৌকিক বটে...
তবে, মানস প্রতিমা বিসর্জন
বড্ড বেশি লৌকিক।
বলতে পারো নিরাকার উৎসর্গ;
কোনো উলুধ্বনি পড়ে না,
শঙ্খধ্বনি বাজে না,
ঢাকও বাজে না......
ডোবে না, ডোবায় না, ভাসিয়েও নেয় না....
গা ভেজে না, শরীর ভেজে না।
শুচির স্নানে অঙ্গ জুড়ায় না
তবে, বড্ড পোড়ায়....
পুড়িয়ে পুড়িয়ে মনকে শুচি করে।
অমোঘ নিয়মে এই কি তবে প্রকৃত বিসর্জন!!
তাং- ০৮/০৯/১৯ মঙ্গলবার।