জীবনটা মাত্রাতিরিক্ত বেহিসেবি….
নির্দ্বিধায় সত্য।
লোকে বলে-
আপন ভালো পাগোলেও বোঝে।
এই আপনটার সরল পাঠ্যে
আদ্যপ্রান্ত একটা অঙ্কই কষে গেলাম
হিসাব মেলেনি অদ্যাবধি।
যতোবার যোগ-বিয়োগ-গুণ-ভাগ;
ফলাফল একই।
ভাগশেষ তুমি।
লাভের খাতিরেই-
আমি এক গর্বিত লাভবান।
অপাষ্টে কেউ কেউ মিতব্যয়ীও বলতে পারো।।
মিটুল
তাং- ১৫/৯/১৯ রবিবার।।