তোমাকে পাঠ করে মুখস্থ করার
বিদ্যে আমার নেই..।


জানা নেই
দু'চোখের জটিল সমীকরণ..।


অথবা
তোমার অতি সৌষ্ঠব-লাবণ্যতত্ত্ব
বা, কোনো অঙ্গ-প্রত্যঙ্গের সুললিত ব্যখ্যা।


জানা নেই
কোনো শারীরিক ব্যাকরণ..
অথবা
কাব্যিক কোনো ভাব-সম্প্রসারণ..।


না জানি তোমার চৌম্বকত্বের নন্দনতত্ত্ব..
অথবা
যৌবন কলার স্বরলিপি...।


শুধু.......
এতোসব না'জানার মধ্যদিয়েও জানি-
তুমি-আমি  জগতে আমরা
এক ঐকান্তিক মহাকর্ষে নিবিড় আপেক্ষিক।।


মিটুল
তাং- 21/11/18