আজকে আমার ভালোবাসা চাই-ই চাই-
একমুঠো ভালবাসা চাই।
না,না! দেবেনাতো! এমনি, এমনি চাইনা।
তবুও চাই...
ধার করে হলেও চাই।
কতোদিন হেঁটেছি , কতো পথ! জানা নেই তার।
হেঁটেছি শাপলা দীঘির পাড় বেয়ে
বিলের কূল ঘেষে;
দু'চোখ ভরে শুধু তোমার নৈসর্গিক সৌন্দর্য দেখেছি।
আঁকাবাঁকা রাঙা ধুলোয় কতো অজানা ছবি এঁকেছি তোমার!
মায়াবি অভিকর্ষকে ঝুকে পড়েছি বার বার।
নামতে পারিনি, সসংকোচে ফিরিয়ে নিয়েছি,
চাঁদ ধরতে আছড়ে পড়ার ভয়ে।
তোমার আকাশ ছুঁতে চেয়েছি,
পারিনি--
বাঁধা হয়ে দাঁড়িয়েছে দ্বার প্রহরী কালো মেঘ।
তোমার বাতাসকে বললাম
বুকভরা একটা নিশ্বাস নিই,
দেয়নি--
স্বতপ্ত দীর্ঘশ্বাসটা নিয়ে নিলো
বিনিময়ে দিলো না কিছুই।
প্রান্তহীন তোমার মেঠো পথকে বললাম
আমি ক্লান্ত, আমায় একমুঠো স্বস্তি দাও।
দেয়নি--
শুধু কাছে ডাকার হাতছানিতে দূর থেকে দূরে
সরিয়ে দিয়েছে।
আজ আমি চাই-ই, চাই।
কোন মিথ্যের আশ্বাসে আমাকে ফিরাতে পারবে না।
বহু পরীক্ষার অগ্নিতে পুড়েপুড়ে শুধু
নিখাদটুকুই অবশিষ্ট আছে।
আজ আমায় কিছুতেই ফিরাতে পারবে না।
আজকে আমার ভালোবাসা চাই-ই, চাই।
___মিটুল কুমার বোস।