গতরাতের চন্দ্রগ্রহণের ঘোর
কাটতে না কাটতেই সকালে সূর্যগ্রহণ।

গোলাকার পৃথিবীতে এর নামও কি গোলকধাঁধা..?

ফুল ছোঁবো বলে রাত অব্দি হাঁটছি-
সেখানেও চাঁদমামা জুজুবুড়ির ভয় দেখায়...।

প্রত্যাশার সকালে নিশার কাজল-
সেখানেও আলো আমাকে অচ্ছুৎ করে রাখে।

ভালোবাসার অভ্রজল অপবিত্র
নিমগ্ন চোখ রেখা টানে বিভেদের কাজলে।

সৌরসুভাষ তুমিও অন্য কারো.....।।

মিটুল কুমার বোস
তারিখ: ০২আগস্ট,২০১৯, শুক্রবার।