পেতাম যদি পাখির মত ছোট্ট দুটি ডানা,
যেতাম উড়ে সেই সুদূরে নেই আজও যা জানা।
মাতলা নদী ডাকছে যেন বাড়িয়ে দুটি হাত-
বলছে যেন তাকিয়ে দেখ কাটল আঁধার রাত।
সোনাখালি আর সজনে খালির রূপের ছটা দেখে...
মনে হল যেন----
এখানেই শুধু আকাশ আর মাটি এক সাথে মেশে।
গোসাবা আর বন-সুন্দরী মধুর মধুর হেসে
একে অপরকে জড়িয়ে ধরে গভীর ভালোবেসে।
হে-"গোসাবা" সত্যি তুমি করলে আমায় মাতাল
দৃষ্টির পষ্চাতে তুমি নিজেকে রেখেছ আড়াল-
যতটা আড়াল তুমি, ততটুকু বিরাট বিশাল।।
কলস দ্বীপের রূপ যেন সূর্যের আলোভরা আয়না-
যেথায় সার্থক হয় মানুষের কামনা বাসনা।
কে অজানা, কে অচেনা- আজ কিছুতেই যায় না চেনা।
ভোরের হাসির লুটোপুটি জাগায় মনে ছবি
ইছ্ছে করে একলা বসে লিখি আর লিখি।
অবশেষে এলো যখন ফিরে যাবার ক্ষণ-----
কাঁদছো তুমি, কাঁদছি আমি,কাঁদছে সবার মন;
তাইতো তোমায় প্রণাম জানাই ওগো সুন্দরবন।
বাকি সব নদ-নদীদের ইতি-উতি দেখে...।
ফিরলাম আমি সবার তরে প্রণাম খানি রেখে।।