শেষ যাত্রায় চলেছে দেখ গানের যাদুকর
স্বপ্ন ছিল সকলকে আরও অনেক কিছু দেবার।
গালের ওপর সুকিয়ে যাওয়া চোখের জলের দাগ
তোমার স্মৃতি আমার মনে আলতো জেগে থাক।
শুকনো ফুলের মত- হঠাত কেমন করে
তুমি আমাদের সোনার ছেলে, কেমনে গেলে ঝরে?
স্বপ্ন শেষে মিথ্যে হল আবাক বিধির নিয়মে
লুট করে যে তোমায় নিল এক যে নিঠুর যমে।
আয়না ভেঙ্গে ছড়িয়ে গেল - টুকরো তার ছবি
ছবি ভেঙ্গে ছড়িয়ে আছে সত্যি তার সবই।
বিনা মেঘে বজ্রপাতে পড়ল যখন বাজ
হারিয়ে গেল গানের রাজার খুশির মেজাজ।
এ জীবন ফুঁ দিলেই আলোক বিহীন
তাকে বাঁচাতেই জীবন যুদ্ধে তুমি আমি সৈনিক।
তবুও জীবন বলছে ডেকে "খোকা"-
জিনা ইস্ কা নাম হ্যায় বোকা।
আবাধ্য দুনয়নে বারি শুধু ঝরে
সেই সময়েই বুঝিবা বৃষ্টি পড়ে।