সৃষ্টির সেই চরমক্ষ্ণে, বিশ্ব-ভূবন যখন ছিল জলের তলে,
স্রষ্টা তখন এই বিশ্বকে ভরে দিলেন ফুলে ও ফলে।
সৃষ্টির নিয়মে প্রাণ এলো ধরাধামে,
পরিচিত হল তারা নারী ও পুরুষ নামে।
বিধাতা দিলেন বিধান -
"এখন থেকে নারীই দেবে সব বলিদান"।
সেদিন থেকেই যুক্ত হল সব হতভাগ্যের সাথে নারীর-
প্রেমপ্রীতি,
নারীই হলেন পরম দয়াময়ী, আহ্লাদের স্বীকৃতি।
সব হতভাগ্যের সেবা তরে নারী নিজেকে করেছে নিয়োজন,
তাই মোরা মাতা বলে, ভগিনী বলে করি তাঁদের সম্ভাসন।
শৈশবে কোনও নারীই মোদের মধুর-মধুর হেসে,
প্রেম-মমতায় লালন করেছেন মাতা হয়ে ভালোবেসে।
কখনও বা মাতারুপী ঐ কোমল-হৃদয় আপন সুখটি ভুলে,
বঞ্চিত করেননি অন্তরের সুধা মোদের মুখে দিতে তুলে।
অবলীলাক্রমে অমৃতসুধা করেছেন বিতরণ,
সুধার পরশে সতেজ হয়েছে কত বীর মহাজন।
মহাবীররুপী তাইতো মোরা কর্ণকে পেয়েছি ধরাধামে,
কোনও এক মহীয়সী নারী পেলেছেন তাঁকে সূতপুত্র -
নামে।
আজ সমাজের কাছে আমাদের অনুরোধ এই ভেবে,
দয়াকরে নয়, মর্য্যাদা সহ নারীদের সম্মানটুকু দেবে।।