কাশের মেলা, হাওয়ার দোলা, মেঘের আসা যাওয়া
বছর পরে বুঝিয়ে দিল আসছে মহামায়া।
রোদের খেলায়, মেঘের ভেলায়- গাইছে পাখি গান,
মাগো তুমি আসবে কবে সইছে না যে প্রাণ।
কাশ ফুলের দোলা বুকে আদিগন্ত মাঠ,
ঐ দেখ শিউলির গন্ধ মাখা শরতের চাঁদ।
ভোরের সূর্য ডাকছে দেখ বাড়িয়ে দুটি হাত,
বলছে তোমায় তাকিয়ে দেখ - কাটছে আঁধার রাত।
নতুন পৃথিবী চাইছে তোমায় নতুন অঙ্গীকারে,
রাখবো মোরা তোমায় মোদের নয়ন মণি করে।
মাগো আজ দুহাত জুড়ে বন্দনা করি তোমায়,
দানব দলনী স্নেহের আশীষে যন্ত্রণা হোক ক্ষয়।।