জীবন নদীর ওপার হতে ডাক এসেছে মোর,
সময় যেন বলছে ডেকে ভাঙো ঘুমের ঘোর।
তাকিয়ে দেখ ওপারেতে হাজার আলোর মেলা,
এগিয়ে চল ফেলে দিয়ে এ সংসারের ভেলা।
সংসার আর সংশয়েতে কেটে গেছে বেলা,
দাম পাওনি, পেয়েছ শুধু হাজার অবহেলা।
আলোর মালা ডাকছে আমায় বাড়িয়ে দিয়ে হাত,
বলছে যেন এবার তোমার কাটল আঁধার রাত।
কষ্ট সেথায় নেইকো জেনো, শুধুই সুখের হাট,
বিচ্ছিরি কেউ বলবে নাকো, করবে না চোটপাট।
স্বর্গ সুখের কাছে জেনো তুচ্ছ এ সংসার,
বিধাতা তোমায় বুঝিয়ে দেবার তাই নিয়েছেন ভার।
মিথ্যে মায়ার দোলায় তুমি দুলো নাকো আর,
মরীচিকা সম এ সংসার হানবে আঘাত বার বার।
মাভৈ বলে ভাসাও তরনী ভয় পেয়ো না আর,
আসছে ধেয়ে সমুখে তোমার শান্তি পারাবার।।