পৃথিবী আজ বৃক্ষ শূন্য মরুভূমি সমান,
আহ্বান ক'র না ওকে, ভেবে শিল্পের আগুয়ান।
বৃক্ষ বাঁচাও, বৃক্ষ কর রোপন,
এটা তোমাদেরই কাজ, শোন বিশ্বের মানুষ জন।।
চেষ্টা কর বুঝতে তোমার সহজ বুদ্ধি দিয়ে,
প্রকৃতি ও মানুষ বাস করে হাত ধরাধরি করে।
ধরাকে কর দূষণ মুক্ত বাড়িয়ে দুটি হাত,
শপথ কর দূষণ মুক্ত করব ধরাকে জীবন করে পাত।।
শুদ্ধ প্রাণে হাসি মুখে কর এই পণ,
পৃথিবীকে বাঁচানোই হবে সার্থক জীবন।।
ফলে ফুলে ভরবে ধরা সবুজেরি হাসিতে,
দূষণ দেবীর শোষণ যখন সাঙ্গ হবে ধরার এই মাটিতে।।
বারুদ পোড়া গন্ধ তখন থাকবে নাকো বাতাসে,
সুখের আলো পড়বে ঝরে নীল মেঘের আকাশে।।