রক্ত মানে শিরায় শিরায় ছ্ড়ায় প্রাণের তান,
রক্ত মানে একটি জীব্ন (আর) বিশ্বজনের ভালোবাসার গান।
রক্ত মানে প্রাণের ছোঁয়া সব প্রাণীরই অঙ্গে,
রক্ত মানে অণুর মিল শ্বেত লোহিতের সঙ্গে।
তাই তো বলি সবাই এসো রক্ত করো দান,
রক্ত দিলে নেই কো ক্ষতি বাঁচবে রোগীর প্রাণ।।
বিশ্ববাসী দেখবে সবাই মানবতার জোর,
রোগীর মুখে ফুটবে হাসি, দেখবে নতুন ভোর।