বরফ ঢাকা পাহাড়টাকে সজ্ঞে নিয়ে
সূর্য ওঠে সবার মাথার ওপর দিয়ে।
ছড়িয়ে পরে রূপের ছ্টা পাহাড়টার ঐ-
ভাইবোনেরা ছুটে চলে ধর তে তোমায় মাভৈ মাভৈ।।
নীচের থেকে বিছিয়ে দিয়ে স্নেহের আচ্ল
এগিয়ে গেলেই দেখাও তুমি রক্ত চোখ।
তবুও তারা ছুটে আসে প্রাণপনে
দেখতে তোমার রূপের বাহার কোন খানে?
প্রাণ গুলো নিয়ে মরণ খেলা খেলো তুমি
ফেরে যারা বলে তারা তুমি মোহোময়ী।
চার ভাই মোর চলে গেল তোমায় দেখতে
যাবার বেলায় বলে গেল একান্তে-
আমাদের জীব্ন যাবে তোমার রহ্স্য জানতে।।