আমি এক অতি সাধারণ নারী
সাদাসিধে-মাঝামাঝি এক রত্তি--
বুঝতে পারি না কোন গল্পটা সাজানো
আর কোন ঘটনাটা সত্যি;
অভাব তাড়নায় জাত-পাত সব ধুয়ে যায়
শুয়ে থাকে মৃতদেহ সারি সারি
তবুও হাত ধরাধরি করে ফুলে ওঠে ধম্মের কারবারি।
মরে যায় সব প্রিয় মুখের টান
সম্পর্ক জুড়ে শুধু বিষণ্ণতার গান।
কী যে বলি...বুঝতে পারি না ছাই
মানুষ হব বলতে বলতে কী যে হলাম ভাই
শব্দে শব্দে বিয়ে দিতে দিতে নিঃস্ব হয়ে যাই।
তবুও বলছি, তুমি যা পারনা-যা মানতে পাও ভয়
আমি সেটা পারি-শুধু খেলাচ্ছলে...মেনে নিতে পরাজয়।
তবুও যদি চিনতে অথবা দেখতে আমায় চাও তুমি
আমরা এখন সবাই মিলে আজ টুম্পা এবং মৌসুমি।।