হে কবি, তুমি এসেছিলে আলোর রথে চড়ে
নিয়েছিলে ঠাঁই বাংলা মায়ের কোলে।
সারদা মায়ের প্রেম মমতায় সতেজ সবল হলে
তাই তো তোমাকে পেয়েছি মোরা বাংলা মায়ের কোলে।
ভোরের হাসির লুটোপুটি জাগায় মনে ছবি
আপন মনে কবিতা লেখে আমাদের বিশ্ব কবি।
মনের মাঝে ঢেউ যে আসে, ভেসে যায় কত ছবি
চেয়ে দেখ-"সোনার তরী" লিখছে বসে রবি।
মনকাড়া সব কবিতা লেখ, কত রঙের গল্প,
কঅ ছবি যে আঁক তুমি নয়কো সেটা আল্প।
আনন্দের রূপে, মানুষের মাঝে, মানুষের জয়গানে-
২৫শে বৈশাখফিরে ফিরে আসে তোমার স্মৃতির সন্ধানে।
পূজিতে তোমায় মোরা হব নিরলস---
বাড়াতে তোমার গৌরব যশ-
দেহ থেকে যবে চলে যাবে মন,
সেই দিন হবে পূজা সমাপণ।