ও আমার মাতৃভূমি, আমার জননী জন্মভূমি
আমি আছি তোমার থেকে বহু আলোকবর্ষ  দূরে
আমার সাত পুরুষের স্মৃতিচিহ্ন তুমি আজও
আগলে রেখেছ জননী-বাৎসল্যে
তোমায় আমার দেখা হয় নি কখনো
জানি না কখনো হবে কিনা
আজ জীবনের গোধূলি বেলা
তবুও পেলাম না তোমার মাতৃ সত্তার সুধা-সান্নিধ্য
কাঁটাতারের বেড়া আমাদের মিলনের প্রধান অন্তরায়
আমার গর্ভধারিণী মায়ের চোখে দেখেছি তোমার রূপ
মায়ের মুখে শুনেছি গো মা তোমার হৃদয় বাণী
মানস ভ্রমণে পেয়েছি তোমার প্রাণের পরশ
দেখেছি তোমার শ্যামা রূপের রূপ-রস-বৈভব
পেয়েছি ওগো মা তোমার স্তন্যসুধা সম স্নেহের পরশ
তাইতো আমার চিন্তা-চেতনে হৃদয়ে-মননে
তুমি চির সন্দীপিত মাতৃভূমি সন্দ্বীপ।