জরার অধীন এই মরভূম----
জরা!সে যে এক অন্তহীন দন্তহীন
বিকট বিগ্রহ!
নিভিয়ে দেয় সে সংসারের সব আলো;
ঘোচায় সব আনন্দ,সকল ভালো।
মরভূমের সর্বগ্রাসী অধিপতি সে।
গোগ্রাসে তাই গ্রাসে,
শৈশব-কৈশোর-যৌবন-জীবন সে।
অতর্কিত হানাদারিতে শরীর সে লোটে,
নিস্তার দেয় না সে তুচ্ছ এককোষে।
জগৎ-জীবনের সব শুকানো,ঝরানো
ধ্বংসসাধনে সে সদাই বিমগ্ন।
জীবনের সকল গতি,সকল আনন্দ
শুষে নিতে,কেড়ে নিতে, করিতে হরণ
আততায়ীর মতো সে ফেরে জগৎসকাশে।
নির্মমতা নির্দয়তাই মনোবিকার তার
জরার শাসন-ত্রাসে তাই জগৎ আঁধার।