যবে তব পানে প্রথম চেয়েছিনু,
হিয়ার মাঝে তখনি তোমার স্থান করেছিনু।
তব মধুর কন্ঠ যবে আমায় আবেগে ডেকেছিলে,
কোকিলের মধুর কেকা সারাদিন যেন পেয়েছিনু।
ওকি ফুলের সুবাস সূর্যমূখীর হাসি,
স্রস্টা যেন তোমায় দিয়ে প্রকৃতি সাজিয়েছিল।
গোলাপ আহরনে কন্টকের আঘাত,
এই যেন গোলাপের প্রতি ভালবাসার প্রপাত।
তেমনি গোলাপ হয়ে জীবনে এলে,
কাটার আঘাতে সরিয়ে দিলে।
ওহে সখি তোমাতে সুধাইঈ,
প্রেমেতে মজিয়াছি তব সুধায়।
ফিরিয়া যাব না পিছনে কবু,
যদি না এই জীবন ফিরিয়ে নেয় প্রভু।