তোমার চোখে দেখব বলে
দেখা হয়নি আকাশের নীল।
তোমার সনে ভাসব বলে
সাঁতারানোই হল না ঝিল।
তোমার কন্ঠে গাইব বলে
গলায় জমা সব সুঁর।
তোমার পায়ে চলব বলেই
হাঁটা হয়নি বহুদূর।
তোমার সনে ভিজব বলেই
বর্ষার প্রথম বৃষ্টিতে আড়ালে চিরকাল।
তোমার চোখের লজ্জা হব বলে
চিরলাজুক বেসামাল।
তোমাতে জড়িয়ে থাকব বলেই
ঐ গূল্ম লতার সাথে সন্ধি।
তোমার সাথে কবিতা পরব
তাই বইগুলো সব বন্ধি।
তোমার সাথে সবকিছু বলেই
সবকিছু রেখেছি জমা।
হয়ত সবকিছু এমনি থেকে যাবে
তোমাকে হবে না বলা।