কাজল আঁখি জোড়াতে সাতরে বেড়াতে চাই,
চাই গোলাপ ঠোটের হাসি হতে।
মেঘের ভেলায় চড়ে আকাশে ভাসতে চাই,
চাই চাঁদের দেশে রূপালী আলোতে স্নাত হতে।
তোমার কোমল ত্বকে বৃষ্টি ফোটা হয়ে ঝড়তে চাই,
চাই বরষার প্রথম কদম হয়ে তোমার খোপা সাজাতে।
নীরব রাত্রি বেলা তোমার নিদ্রা হতে চাই,
চাই ভোরের পাখি ডাকা মিষ্টি ক্ষন হতে।
তোমার উদাস দুপুরের ভাবনা হতে চাই,
চাই বিকেলের উদ্যান বিলাসের চায়ের প্রথম চুমুক হতে।
শীতের কুয়াসা ঝড়া ক্ষনে তোমার উষ্ণ আবেশ হতে চাই,
চাই তীব্র দাব দাহে শীতল হাওয়ার ছোয়া হতে।
সব চাওয়াতে পাওয়া হতে চাই,
চাই তোমার সুখের প্রতিটা মূহুর্ত হতে।
জীবনের চলার প্রতি পদক্ষেপে তোমাকে চাই,
চাই আমার জীবনের প্রতিটি ক্ষণের করতে ।