যখন আমার হিয়ার মাঝে,কাঁপন ওঠে সকাল সাঁঝে,
তখন আমি তোমায় খুঁজি,আকাশ পানে তারার মাঝে।
যখন আমার ক্লান্তি দিনে, ঘামের বৃষ্টি মুষল ঝড়ে,
তখন আমি তোমায় খুঁজি, শীতল তরুর বায়ুর ভিড়ে।
যখন আমার একাকিত্বে, সব ভাবনা পাখা মেলে,
তখন আমি তোমায় খুঁজি, অন্ধকারের নীরব সুরে।
যখন আমার উদাস দুপুর, চোখ বুজে শুধু ঘুমের ভাবে,
তখন আমি তোমায় খুঁজি, ধোয়া উঠা চায়ের কাপে।
যখন আমার মেঘলা আকাশ, বৃষ্টি নামার পূর্ব ক্ষনে,
তখন আমি তোমায় খুঁজি, গোমট ধরা বাহির পানে।
যখন আমার সন্ধ্যা বেলা, সূর্য নামে পচিম পানে,
তখন আমি তোমায় খুঁজি, সুখ তারার ঐ পঞ্চকোণে।
যখন আমার রাত্রি নামে, ঝি ঝি পোকার গানে গানে,
তখন আমি তোমায় খুঁজি, পূর্ণ চন্দ্র জোছনাতে।
যখন আমার ইচ্ছে জাগে, কাব্য মনে ছন্দ লাগে,
তখন আমি তোমায় খুঁজি, যখন যেথাই সবের মাঝে।