ওই পথের পানে চেয়ে উদাস মনে ভাবছি,
দূরদেশে দূরাকাশে কাল মেঘের ছুটাছুটি।
তিব্র শীত সাথে অঝর ধারায় বৃষ্টি,
হিমেল হাওয়া যেন উড়িয়ে নেবে কোথায়?
একাকীত্বের মাঝে তোমাকে খুজে ফিরি,
নিদ্রা দেবী যেন আমার উপর রুষ্ট।
আজ সকল বিলাসীতা যেন নিকৃষ্ট,
সকল প্রাচুর্যতা যেন অর্থহীন।
তোমাকে ভেবে যেন আবার ফিরে আসি,
ভালবসেছিলে কিনা বার বার ভেবে দেখি!
আবেগহীন এই মরুভূমি মন,
আমিতো বলি নি কর উদ্যান।
নিজ হাতে গড়া এই বাগান
আজ তোমারি হাতে দহন,
যদি নাইবা রাখবে যতনে তাহা
কেন বল তাতে স্বর্গীয় পারিজাত রাখা?
ভেবে দেখ সঠিক কি ছিল তোমার ভাবনা?