তুমি আসবে বলেই কিনা
গোলাপের রং লাল হয়েছিল।
তোমার ঠোট রাঙাবে বলেই
সেদিন সে গোলাপ ফুটেছিল।
তোমার আগমনী বার্তা পেয়েই কিনা
ভ্রমর গুঞ্জনে ফুলেদের ঘুম ভাঙ্গিয়েছিল।
তোমার আসার খুশিতেই হয়ত
পুষ্পরা ঘ্রানে ভরা শয্যায় বিছিয়ে নিয়েছিল।
তোমার আগমনের ক্ষণে প্রতিটি শিশির বিন্দু,
ঘাসের প্রতিটি ডগাকে শিহরিত করেছিল।
সূর্য তার মিষ্টি কিরনে সে বিন্দু
হিরক ঝলকানিতে রাঙিয়েছিল।
তুমি আসবে বলে দলে দলে পাখি
কত সুরের গান বেধেছিল।
তুমি আসবে বলে অসময়ে কোকিল
তার কন্ঠ মালতি ছড়িয়ে দিয়েছিল।
মাঘের শীতের কাঁপানো ক্ষনে
উষ্ণতা ছড়িয়ে তুমি এলে।
জন্মান্তরের সেই শপথ তুমি
এ জনমেও রক্ষে করলে।
শত কথা আর শত কাব্য
আজ ফিকে হবে তুমিহীন
একটা কথাই চির অম্লান রবে
যদি বলি শুভ জন্মদিন।