ওই আকাশের চাঁদ আর তার চাঁদনি,
পূর্নিমা আবহ, জোছনা ছড়ানো রজনী
রাতের সুনীল আকাশ যেন তারা ছড়ানো প্রান্তর
এই যেন জোনাকিদের মিলনের মহা আসর।
এমন ক্ষনে ও গো প্রিয়া তোমারি সনে
গাহিতে চাহিছে গীত যুগল রসনে।
হিয়া মাঝে আজ ভ্রমরের গুঞ্জন
তোমারি মাঝে করি নিজেরে সমর্পন।
তোমারি হাসি নাকি ওই চাঁদনি
কেবা বেশি উজ্জ্বল আমি তাই ভাবি!
পূর্নিমার জোছনা নাকি তোমার দূত্যি
কাহার মাঝে আমি হারায় নিরবধি!
বাসন্তি শাড়ি তোমার সোনালী অঙ্গে জড়ানো
ওই চাঁদ ভাবে এই নয়ত সম্ভব, তোমায় হারানো।
তোমার চোখের মনি যেন সন্ধ্যা তারা,
তোমারি স্বর যেন কোকিলের গীতধারা।
ওহে মোর রাগিনি, ওহে ঝর্নাধারা,
এসো গড়ি আজ প্রেমের নব কাব্য রচনা।