তুমি যাকে অশ্রু কণা বল,
আমি তাকে বলি অশ্রু খন্ড।
আমার চোখ থেকে ঝড়ে পরা অশ্রু খন্ড
যখন তোমার হাতের তালু গড়িয়ে মাটিতে পরে তখন তুমি বল, ও কিছু না।
কিন্তু আমি ভাবি যখন ওই অশ্রু খন্ডগুলো তোমার হৃদয়ে আঘাত করবে,
ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করে দিবে হৃদয়
তখন তুমি পারবে কি সে যন্ত্রনা সহ্য করতে?
তুমি যাকে চেহারার মলিনতা বল
আমি তাকে বলি দহন।
তুমি বল ওই মলিনতা-
কিছুদিন পর এমনিতেই কেটে যাবে।
আমি বলি ওই দহনের অনল যখন
তোমার অন্ত্র পুরে অঙ্গার করে দিবে,
পারবে কি সে যন্ত্রনা সহ্য করতে?
ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলা,
আর সুদুরপ্রসারি তার প্রভাব।
পারবে কি করতে নিজেকে ক্ষমা?