ঝড়ে পরা ওই প্রপাত,
সৃষ্টি করে নদী।
পিছে পরে রয় অভাগা ঝর্ণা,
বয়ে চলে নদী।
ভুলে নদী উৎপত্তি বহে সাগরপানে
অবশেষে মিলায়ে দেখে,
অস্তিত্ত্ব তার বিলিনে।
কত নদী নিরবদী সাগরে মিলায়,
কবু কি সাগর তারে আসনে বসায়?
বরং তার লবানাক্ততায় নদীকে বিষায়।
ওহে নদী,
কোথায় তোমার বয়ে চলার আগ্রাসন?
সাগর মাঝে কোথায় তোমার আত্মপরিচয়?
জানি এই প্রশ্নের উত্তর তোমার নাই,
বাস্প হয়ে মেঘ হও,বৃষ্টি হয়ে ঝড়ো-
আবার তুমি ঝর্ণা মাঝে
তোমাকেই খুজে ফের।