আজ ১৭ নভেম্বর ২০২৩ এর ক্ষন,
আজ অনিশ্চয়তাকে হারিয়ে এসেছে নতুন জীবন।
এ যেন মরুর বুকে এক পশলা বৃষ্টি,
এ যেন তপ্ত দাহে শীতল পরশ সৃষ্টি।
কত দিন কত রাত অপেক্ষায় ছিলেম মোরা,
আড়ালে আবডালে কত অশ্রু কনা ঝড়া।
অবশেষে আরেকবার আনন্দ অশ্রুর উপলক্ষ,
আবার তিমির কাটিয়ে ঊষার লোহিত লাল বক্ষ।
পৃথিবীতে একটি কান্নার আওয়াজ কতটা মধুর হতে পারে,
আজ বুঝেছি আমি গভীর হৃদয়াঙ্গমে।
নিস্পাপ চাহনি একেই বুঝি বলে,
আজ জানিলাম আমি দৃষ্টি বিনিময়ে।
সকল শংখা পেছনে ফেলে তুই এলি মোর ঘরে,
কেউ শুধায় রাজকন্যা, কেউ পরী ডাকে।
কি হয়ে এলি তুই, জানি না এই সংসারে,
জানি শুধু নিশ্ব বুকের রত্ন হলি,
মোদের অভাগা কপালে।