মুখে মুখে বুলির ফুলঝুরি, অনাচারে ভরেছে ধরা,
উঠছিনা জেগে ভাবছিনা কিভাবে, দূর হবে জরা!"
হরেক চাপার কতেক বাহার, অন্ত:সার তার শূন্য প্রায়,
আমরাও তার নিত্য ক্রেতা, ঘরের কোনে সন্ধি চাই।
বোকা বাক্সে রিমোট হাতে, বলি আবার দূর ছাই!
দেশ মাতৃকা রসাতলে, কারো কোন ভাবনা নাই।
ভাবনা যেন সবই আমার, দম ফেলারও সময় নেই,
ঘর ছেড়ে কবু হই না বাহির, চিন্তার তবু অন্ত নেই!
আরাম কেদারায় পা ঝুলিয়ে, গরম কাপে চুমুক দেই,
সমালোচনার পসরা সাজিয়ে, কতেক তাতে বাহার দেই!
বললে কেহ, ওহে বাপু! তোমার কর্মের খবর কি?
দেশের তরে কত ভাবনা, করেছ কি সুধাও দেখি!
আমি তখন মস্ত পন্ডিত, বুদ্ধিজীবি ঘোষনা করি,
আমার কিছু করতে বারন, বুদ্ধি তাতে নসাৎ বৈকি!
বোকা বাক্স দেখে দেখে, বিলেতেরও খবর লই,
বিশ্ব রাজনীতি কোন পথে যায় তা নিয়ে ভাবনার অন্ত নেই।
নিজের ঘরের চুলোই উনুন জ্বলছে না তা খবর নেই,
আমি সদা মহা ব্যাস্ত কর্মে যাওয়ার সময় নেই।
সংসার আমার টানে নাকো ঘরে বস ধ্যান করি,
মেধা আমার বেজায় প্রখড় কাজে লাগানোর উপায় খুজি।
তাইতো আজো মাকাল ফল, আমার সাথে দারুন যায়,
আমায়য় কভু দেখলে কেহ মুখ ভেঙিয়ে ভেঙছি খায়।