আজ পড়ন্ত বিকেলে চিলেকোঠার পরে,
আকাশে পাখিদের নীড়ে ফেরার আবেদনে-
অমোক দৃষ্টির সৃষ্টিহীন পলক আর ভাবনা বিচরনে,
নিজেকে খোঁজার ব্যার্থ চেষ্টায় রত ছিলেম কিছুক্ষন।
আকাশে পাখি দেখার ছলে নেত্র জোড়া কবে,
নিজের অজান্তে হারাল ওই কালো মেঘের পালে।
যেন শত শত পালে হাওয়ার দোলাচলে
ভেষে যায় কোন জাহাজ নাবিকের আহবানে।
পশ্চিমে চোখ পড়তেই সূর্যের বিদায়ী লহু আভা,
যেন ছাচে ছাচে বসা মরুর বালিয়ারির শোভা।
তপ্ত দিপ্ত রবিও যেন গোধুলী বেলায় তেজ হারায়,
তাই হয়ত তার রক্তিম নেত্র রক্ত ক্রন্দনে আবেগে জড়ায়।
জীবন পথের চলন মোহনায়,
প্রতিস্থরে সময় যেন রূপ বদলায়।
যা কিছু আজি চিরশ্বর মনে হয়,
পরক্ষণেই তা নিজের নাহি রয়।
ফিরে যেতে হয় ওই অস্তাচল রবির মত,
হারিয়ে তেজ আর রাজসিক আকাশ।
নিজেকে গুটিয়ে সুখ খোঁজার মিথ্যা প্রয়াসে,
আপনার দু:খ নিজেতে দাবিয়ে,
পারি দিয়ে জীবন সাগর-
ভেড়াতে হয় জাহাজ মহাকালের শেষ বন্দরে।