একদিন হুট করে হারিয়ে যাব অজানায়,
যেখান থেকে ফিরব না কভু আর
হয়ত খুজবে আমায়,
অথবা গা ভাসাবে নিজস্ব কোন মায়ায়।
মনের সান্তনায় দূর আকাশে
নাম না জানা এক তারাকে
আমার নাম তুমি দিও।
সন্ধ্যার প্রতীক্ষায় অপেক্ষায় রবে সারা বেলা
কখন আমি নামক তারাটা মিটমিট করে উঁকি দিবে?
দেখতে দেখতে নস্টালজিক হয়ে পরবে তুমি,
কত ভালবাসার ক্ষন দেয়া যেত ভেবে উদাস হবে কিছুক্ষণ।
কিছুটা আবেগ হয়ত বইবে দখিনা বাতাস হয়ে,
তাতে তোমার চুল উড়িয়ে দিও সেই চেনা সুগন্ধিতে।
সেদিনও তুমি কান পেতে বাতাসের কাছে শুনো
আমার ভালবাসি ডাক বার বার কানে বাজবে তোমার।
আবার এর কিছুই হয়ত হবে না।
ভুলে যাবে তুমি নতুন জীবনের তালে,
আমার নামে তারা ভাবাটা নেকামি হয়ে দাড়াবে বৈকি।
সে চুলের সুভাস হয়ত সুভাসিত করবে অন্য হৃদয়।
তবুও অজানা থেকে আমি বিধি হতে তোমাকে দেখার অনুমতি চেয়ে নিব বার বার।
তাই তুমি কপালে টিপ দিতে ভুল না কখনো,
ভুলোনা কভু আখিঁদ্বয়ে কাজল আকিতে।
রাঙা ঠোটের হাসিটা যেন লেগে থাকে সর্বদা,
হোক না তা আমার কিংবা আগুন্তুক কারো তরে।
আকাশে চাঁদ যখন পূর্ণিমা ছড়াবে
নীল শাড়ি পরে নাহয় জোছনা স্নাত হবে
আমি না হয় হারিয়ে যাওয়া অজানা হতে
উকি দিয়ে দেখব আমার বসন্তময় ভালবাসা।
এই অধিকারটুকু দিও প্রিয়া,
কি দিবে তো?
হয়ত এই কথাগুলোর অর্থই সেদিন থাকবে না
তুমি স্বপ্ন সাজাবে আপন মনে
যেথা আমার স্থান হয়ত রবে না।