তুমি শুনতে পাচ্ছ কি,
ওই মেঘের ভয়ংকর রোদন?
যে চিৎকার করে বলছে
অনাবিল অপেক্ষা আর কত?
তুমি দেখতে পাচ্ছ কি,
বিজলির রক্তিম দহন?
যে জ্বলে উঠে অগ্নিশিখায়,
নিজেরে করি মহা প্রজ্জ্বল।
তুমি ছুতে পারছ কি,
আকাশ থেকে ঝড়ে পরা বারি?
যার প্রতিটি ফোটাতে
কান্নার জল মিশে আছে ভারী।
তুমি অনুভব করছ কি,
এই প্রণয় ক্ষণের একাকিত্ব?
যেখানে প্রতিটি নিশ্বাসে
মিশে আছে বিষ বাস্প।
যদি তোমার দেখা-ছোয়া কিংবা অনুভূতিতে
একফোটা জল জড়িয়ে পরে মিছে মায়াতে
তবে নিসংকোচ মনে বুঝে নিও সখী
এক পশলা বৃষ্টি বুজি হয়ে গেল তব মনে।