আমি ফিরতে চাই তোমার বুকে,
যেমন সাঁঝ বেলাতে পাখি ফেরে আপন নীড়ে।
আমি কাঁদতে চাই তোমায় আকড়ে ধরে,
যেমন মেঘ চিরে আকাশ কাঁদে বর্ষা ভরে।
আমি চলতে চাই দূরে তোমার ওই হাত দু'টো ধরে,
যেমন পাখি উড়ে চলে তার দুই পাখা সঙ্গি করে।
আমি গাইতে চাই চির উল্লাসে তোমার করা সুরে,
যেমন টিনের চালে বৃষ্টি সদা মহাসুরে গীত করে।
আমি একটু সুখে,একটু দু:খে আবেগ পেতে চাই ফিরে,
যেমন কপোত জোড়া ছোট নীড়ে সুখের সংসার করে।
আমি মরু হৃদয়ে সবুজ উদ্যান নিতে চাই গড়ে,
যেমন বসন্ত এলেই প্রকৃতি তার আপন রূপে ফেরে।
আমার তোমাতে প্রশ্ন বারে বারে জাগে,
যেমন তৃষ্ণা বুকে পথিকের ছাতি ফেটে মরে।
আমার চাওয়ার আদৌ কি পূর্নতা আছে?
নাকি সে মরেছে কবেই, যেমন প্রবাল মরে থাকে সমুদ্র তটে!