সময় সেখানে স্থির, তবে গত হয় দিন।
ঘড়ির কাটায় ঘন্টা পার হয় বটে-
থমকে থাকে শুধু সেই ফেলে আসা ক্ষণ।
শরীর চলে নৈমিত্তিক লয়ে, নিথর শুধু মন।
আমি সময়ের ক্ষণে আপন মনে,
নিবৃত্ত চিত্তে তব ধ্যানে পার করেছি দিন।
সে সবুজ মাঠে সুনীল গগনে,
যেথা বেজেছিল বিষাদ বিন।
তোমার বদনে মেঘের নিকষিত অন্ধকার ছেয়েছিল,
তব নেত্র সেতা শ্রাবণের অবিরাম বর্ষন করেছিল।
আমি বুক পেতে সাগর হয়ে ধারন করেছি সে বারি,
আমি পাহাড়সম ধৈর্য্য লয়েও শান্ত হতে না পারি।
আমি ফিরিব তব মাঝে সেই আছড়ে পরা ঢেউয়ে,
আমি লভিব তোমারে বক্ষমাঝে সূর্য্যদিপ্ত ত্যাজে।