আষাঢ়ী বর্ষনে ফোটা প্রথম কদম ফুলে,
মেঘে ডাকা লোহিত নিকষ চাঁদরে,
একফোটা ভালবাসা রেখে গেলাম তুলে,
হয়ত আনমনে কিংবা সচেতন ভুলে।
বৃষ্টি এলেই বারি ঝড়া বিকেলের ক্ষনে,
দক্ষিন জানালা খুলে ঈশান আকাশ পানে,
দৃষ্টি দিলেই খুঁজে পাবে বন্ধু
রংধনুর সাত রঙে মিশে আছি হাসোজ্জ্বল বদনে।
বজ্র পাতময় মেঘ গর্জনের বিজলি চমকানো রাতে
অথবা সূর্যের ত্যাজহীন ভেজা প্রভাতে
মনের অজান্তে ডেকে নিও বন্ধু
যদিও আমি দূর থেকে শুনব বিরহ বেহালার সুরে।
প্রথম কদমে সজ্জিত খোপাখানা প্রিয়া,
হবে না জানি আর কভু দেখা।
তবুও খোপায় কদম দিও গুজে
মনের ভুলে আনমনে আমাকে খুজে।