একলা ঘর আমার
ভাগ চাইলে ও পাবেনা সত্যি
সব যখন দিতে পেরেছি
তাহলে ঘর টুকু চেয়ে কেন
অপরাধি করছো আমায়
শূন্যতা পূরণে অবশিষ্ট শুধু ঘর টুকুই
আজ তোমাদের দেখলে লোভ হয়
স্বাদ জাগে, একটা জীবন যদি
পেতাম তোমাদের মতন
কত কি বাকি রইল পড়ে
ঝুলিতে আজ অবসাদগ্রস্ত ধূলোমাখা কাব্যলিপি
তোমরা চাইলেও নিমন্ত্রণ পাবেনা গো
এখন আমি যে নতুন জন্মের দিশারী
পথ আমার দিশাহীন
তাই অজানা নগরীতে
খুঁজে পাবে কোথায় আমার অস্তিত্ব
একটু একটু করে সাড়ে তিন হাত
তারপর সব অন্ধকার
ভেবে বলো আসবে কি আমার ছোট্ট ঘরে
তাহলে সাজিয়ে অপেক্ষায় থাকবো
অন্য কোন ঘর তোমার ঠিকানায়