চাঁদের মিষ্টি আলো, তোমায় রয়েছে চেয়ে
মন তাই খুশি আজ, তোমায় কাছে পেয়ে
তবে যাও কেন দূরে, এসো মোর পাশে
করে দাও মাতাল, শুধুই ভালোবেসে
তুমি আছো বলে, আছি আমি বেঁচে
তাই ভালোবাসি এ কথাটি, তোমার কাছে মিছে
সূর্যের আলোয় যেমন, আঁধারেও তেমন
হাসলেও লাগে ঠিক, চাঁদের মতন
মুক্ত ঝরা আঁখি জোড়া, হীরা ঝরা কথা
ভালোবাসি তাই বলে, দিতে হতো ব্যথা!
বারবার ভয় হয়, যদি যাও চলে
স্বপ্ন হয়ে যাবে কোথা, যেও শুধু বলে
সুখী যদি হও তুমি, বেশ দূরে গিয়ে
যাবে যদি স্মৃতি মোর, যেও তুমি দিয়ে
চিরকাল নিরালায়, রয়ে যাবো একা
জানিনা হবে কি, শেষকালে দেখা
ভুলবো না তবু আমি, হে তোমারি নাম
তুমি ছিলে তুমি রবে, রবে স্মৃতি খান
হয়তো গেছো ভুলে, কটা দিন গতে
মজিয়া গিয়াছো হবে, সুখের আরতে
বড় সাধ জাগে মনে, দেখিবার লাগি
গিয়াছো ছাড়ি আমায়, কোন খানে ভাগি
পথে পথে ঘুরি আর, দেখা নাহি পাই
একবার দিও দেখা, শুধু যে আমায়
বনে বনে খুঁজি আর, রণে জনে খুঁজি
একেবারেই গেলে ভুলে, এ আমাকে বুঝি
দেহ নেই মন নেই, শুকিয়ে গিয়াছি
মরিনি ভেবো না, আজো বেঁচে আছি
কি দোষ ছিল মোর, শুনিবারও লাগি
দিবা টায় জাগি হাই, রাত্রিও জাগি