নতুন কিছু পাওয়ার আশায়
হৃদয় তো ব্যাকুল হবেই।
এতে আর নতুন কি!
কিছু হারানোর ব্যাথা চিরটাকাল
সে তো থাকবেই।
এতে আর অজানা কি!
সুখ হয়তো আগলে রাখা যায় না
কিন্তু দুঃখ বা কষ্ট নামক শব্দটা
সৃষ্টির শ্রেষ্ঠ জীবদের পিছু ছাড়ে না।
এতে আর বলব কি!
যদিও শুনতে অদ্ভুত লাগবে
তবুও মানতে হয়-
কষ্ট না থাকলে হয়তো,
মানুষ প্রেরণা পেতোনা নতুন কিছু পাওয়ার।
দুঃখ না পেলে হয়তো,
মানুষ বুনতে পারত না নতুন দিনের স্বপ্ন।
যন্ত্রণা না সইতে কি আর,
মানুষ জীবনের অর্থ খুঁজে পেতে?
হয়তো পেতোনা।
যেখানে জন্ম মানে যন্ত্রনা
আজ যন্ত্রণা মানে মৃত্যু
এবং মৃত্যু মানে স্মৃতির পাতায়
রচিত অজানা কয়েকটি মুহূর্ত....
আমি বা আমরা,
সত্যি বলছি পেতে ভালোবাসি অনেক
কিন্তু পাওয়ার ঝুলিটা আজও খালি।
আমি বা আমরা,
সত্যি বলছি দিতে ভালোবাসি অল্প
কিন্তু দেওয়ার তালিকাটাযে অসীম।
কেন জানিনা,
কোন এক শব্দবিহীন চিৎকার বারবার বলছে...
কে আমি? কি আমি?
কেন আমি? বা আমি কার?