বিশ্বাস, বড় নির্মম আঘাতের অগ্রিম সূচনা।
বড় নিষ্ঠুর তার আগমন
বড় কঠিন তার মুহূর্তগুলো
যেন ধারালো কোন তীর ধনুকে বেঁধে নিয়েছি হৃদয়।
তুমি বা তোমরা না চাইলে ও,
আমি বিশ্বাস করে যাব চিরটা কাল।
তুমি বা তোমরা না বললে ও,
আমি নির্বাক ভুনে যাবো অপমানের চাতাল।
আমি ভয়হীন, বাধাহীন,
জীবন সংগ্রামে ভেসে চলা পথিক।
নীরবতা, বিষন্নতা, একাকীত্বতা আমার সাথী।