বিশ্ব বিধাতা যখন দেখায়নি শান্তির মুখ,
তখন মৃত্যু ভয়ে রাত্রিদিন কাঁদবে তোদের বুক।
নিরুপায় হয়ে যাওয়া যত সব অনাচার,
যদি কখনো তোদের সময় আসে
তখন দেখিয়ে দিস কি তোদের সুবিচার।
না হয় তেমনই থেকে যাবি;
না হয় আমার মতই রক্তাক্ত রক্তাক্ত চিৎকার দিয়েই
নিজেরাই রক্তাক্ত হবি।
রক্তে রাঙানো বালুকণাময়
ছড়িয়ে দিবি তোদের বাড়ীর আঙ্গিনার পাশে
যাতে চারা গাছে ফুল ফুটে
আর সেই ফুলে তোদের রক্তের সুভাষ ভাসে।
বিধাতা যে শান্তি তোদের দিচ্ছে একাধারে
উঠনা রুখে বিধাতার দিকে-
জানা ছুটে, দেনা টুটে বিধাতার মুখটারে।
তবেই দেখবি তোদের মত
বিধাতাও কেমন করে গুটাবে নিজের ডানা
বিকল অনুভূতি গুলো আবার উঠবে জেগে
আর সেটাই হবে তোদের জীবনে
নতুন পথের সূচনা