ছেড়ে যাবো বলে হাত বাড়িয়ে দাঁড়ায়নি তোমার দুয়ারে
শুধু পরিস্থিতি দূরে যেতে বাধ্য করছে আমাকে
আর অপরাধি করছে তোমার হৃদয়ে
একাকিত্বের গভীরতায় তোমার আগমন যেন
স্বর্গের এক অনন্য অনুভূতি
যেন নতুন করে বাঁচতে শিখিয়েছে আমাকে
জানো চোখ বুঝলেই শিহরিত হয়ে উঠে সমস্ত শরীর
কম্পন বাড়ে বুকের বাম পাঁজরে
অনেক কিছুর মাঝে তোমাকে খোঁজা
এখন একটা টনিকে পরিণত হয়েছে আমার
এ যেন নিজের অজান্তে কাব্য রচনা
কাল যখন আমায় ডেকে ডেকে তুমি ক্লান্ত হবে
তখন ব্যস্ত পৃথিবী তোমায় আরো ব্যস্ত করে তুলবে
জানোই তো আমরা সবাই পরিস্থিতির কারাগারে বন্দি
দূরে যাওয়ার চেয়েও বেশি বেদনা দেয়
তোমার চোখের জল
তার চেয়েও বেশি কষ্ট
তোমার যন্ত্রণা গুলো নিজের না করতে পারা
তাই নিজেকে বিলিয়ে দিয়ে মুক্ত করলাম তোমায়
আমি অভিশপ্ত তোমার চোখের জলে
যা মুছে দেয়ার অধিকার আজ অন্যকারো
শুধু তুমি তোমার সুখ খুঁজে সুখী হও এ কামনায়
বিদায় বন্ধু......