কেন আমি অন্য দশজনের মত হতে পারলাম না?
কেন আমাকে সহজভাবে মেনে নিতে পারে না কেউ?
না হয় আমার বলার ধরন ভিন্ন,
আমি মানছি।
না হয় আমার দেখার দৃষ্টি ক্ষুদ্র,
তাও মানছি।
হয়তো আমার মেজাজ একটু চওড়া
হয়তো আমার চাহিদা একটু কড়া
হয়তো আমার আমিকে চিনিতে করেছি ভুল
আমি মানছি
অপরাধ আমার ছেলেবেলার সাথী
এও মানছি
ইচ্ছেরা আমার পাইনি কোনো গতি
একটু নয়-
বেশি বলাদের দলে হয়তো আমার নাম
পাওয়া নয়-
হারানোর তালিকায় হয়তো আমার সুনাম
দেওয়া নয়-
নিতে হয়তো ব্যস্ত আমি ব্যস্ত আমার চিত্ত
এ আমি কেমন আমি
যে আমি চিনতে আমায় ভুল করি
এ আমার কেমন পাওয়া
সবসময় তীরে এসে ডুবাই তরী
তবুও যে আমার বলার হয় না শেষ
তবুও যে আমার দেখার নেই বিশেষ
জানিনা কবে শান্ত হবে সব