কল্পনার রং গুলো ধূসর হয়ে গেছে
মিশে গেছে অন্ধকারের কালোতে
এক বুক চিৎকার তাও ভিতর থেকে
সাথে গলে পোঁচে যাওয়া
হৃদয়ের এক টুকরো অবশিষ্ট
এই বুঝি জীবন আমার
এই বুঝি ইচ্ছের বিরুদ্ধে
নিজের অস্তিত্ব খোঁজা
এককথায় আমি পরাজিত
ভাবতে যাওয়ার মস্তিষ্ক আজ অচল
স্বপ্নেরাও আজ ডানা মেলেছে অন্যত্র
দিন মানে অভিশপ্ত এখন
আর রাত মানে শূন্যতা
মাঝের কিছুটা সময় নিজের হলেও
স্বত্বাহীন আত্মার আর্তনাদ
এককথায় আমি জর্জরিত
না চাইতেও অনেক পেয়েছি আমি
অনেক দিয়েছো তোমরা আমায়
তোমাদের কাছে অভিযোগ নয়তো
তাও কেন যেন আমি ঘৃণার পাত্র
বলতে পারো
তোমাদের কাছে বেঁচে থাকা মানে
নিজের কাছে মৃততুল্য
এককথায় আমি অস্তিত্বহীন
জানি দিন বদলাবে, বদলাবে সময়ের শ্রোত
বদলে যাবে তোমার তোমাদের বিবেক
সাথে মূল্যহীন প্রশ্নের তীর
শুধু হারিয়ে যাবে তুমি তোমরা তোমাদের ভীড়ে
আস্তাকুঁড়ে মন আমার