আজ আমি আমাকে চিনতে অপারগ
তাই তোমাকে বাধ্য করার সাহস হারিয়ে হলাম নিঃস্ব
হাজারো উত্তর হীন প্রশ্ন বুলেটের চেয়েও
তীব্র গতিতে হৃদয়ের এপার ওপার
ছিন্ন বিচ্ছিন্ন করছে সকাল সন্ধ্যা
জবাবে অপলক তাকিয়ে থাকা
আর চোখে চোখ না মিলানো র চেষ্টা
আজ আমার হাজারো গুণ
ঢাকা পড়ে গেছে তোমার প্রশ্নের ভিড়ে
এখন আমার সূর্য উদয়
এলোমেলো সকালের সূত্রপাত
ভোরের পাখিরা ও এখন কিচিরমিচির শব্দে
তোলপাড় করে তোমার আঙ্গিনা
বলতে পারো প্রয়োজন হীন প্রাণ
সত্যি আমি পরিচিত শব্দের অপরিচিত নাম এখন
নিজের চেনা জগতের অজানা পথিক আমার মন
নিজেকে বুঝানো র শক্তি হারিয়ে
তোমাকে বুঝানো র চেষ্টায় মলিন
তবুও কোথাও যেন পিছু টান
বারবার আমাকে দোষারোপ করতে ব্যস্ত
মাঝে মাঝে মনে হয় অদৃশ্য বেরীবাঁধে
স্থিরতার আশ্রয় খুঁজে নিলো
আমার জমানো যত স্বপ্ন
আজ আমি হেরে গেছি তোমার চাহনিতে
আমি এখন পরাজিত সৈনিকের মত মৃতপ্রায়
শেষ ভরসা একমাত্র তোমার মাঝেই অবশিষ্ট
বলতে পারো মুক্তির অপেক্ষায়
এভাবে আর কতদিন কতকাল কত রাত্রি
ঘুমহীন চোখে পুরনো কথার রেশ বুনবো আমি
আর কতবার শততম চোখের জল
গড়িয়ে পড়বে চঞ্চল বালু কণায়
কত আর উশৃঙ্খল মনকে শৃঙ্খল করার বৃথা প্রচেষ্টা