আর নয় ভেদাভেদ, জাত-পাতের বিচার
এসো আজ মিলি সম্প্রীতির আলিঙ্গনে
হাতে পড়িয়ে দিই ফুলের রাখী
উৎসবে মাতি এই পূন্য রাখীবন্ধনে।
আজ পূন্য তিথিতে নাই আর নাই....
দ্বিধা দ্বন্দ্ব কোনোকিছুই নাই
হিন্দু, মুসলিম, শিখ বা ঈশাই
সবাই যে ভাই ভাই!
মানব মনের উত্তরনে
রবি ঠাকুর মেতে ছিলেন রাখী বন্ধনে
এতো শুধু নয়, নূতন দিশার জাগরন
এতো একতা আর সম্প্রীতির মেলবন্ধন!
রাখী শুধু নয় ফুলের গহনা
ভাই এর মঙ্গল কামনায় বোনের প্রার্থনা...
সম্পর্কের এক অটুট বন্ধন,
এ যে এক মহা মিলনের হৃদস্পন্দন!
আজ সব ভুলে রাগ, দ্বিধা, ক্রন্দন
এসো সবে মিলে মাতি এই মহা মিলনে
এই এক পূন্য মহা লগন
শুভ রাখী বন্ধন!