নারী দিবস উপলক্ষে আমার নিবেদন।
আমরা নারী,আমরাই পারি।
কখনো শান্ত সলিলা,
আবার কখনোবা ত্রিভঙ্গ মুরারি!
পড়েও আটপৌরে শাড়ি!
আমরা নারী,তাই আমরা পারি,
সকাল হতেই দিয়ে গোঁবর ছড়া,
কলস কাঁখে,
জল আনতে যাবার হুড়োহুড়ি
আমরা নারী ,তাই আমরাই পারি।
ভোর হতেই ব্যস্ত হেঁশেলে,
ছেলে কোলে,
রান্না চর্ব্যচোষ্য সঙ্গে ভাতের হাড়ি.
আমরা নারী,তাই আমরা পারি!
প্রয়োজনে কোমলতার পরশ ছেড়ে,
হই চন্ডালিনী বা জগৎধারিণী
মহিষাসুরমর্দিনী চিন্ময়ী রূপধারী!
আমরা নারী ,তাই আমরা পারি।
সমাজের পঙ্কিলতা দুর করে,
গতিময় ছন্দ ফিরিয়ে দিতে চেষ্টা করি,
আমরা নারী.তাই আমরাই পারি।