আমি কথা দিয়েছিলাম,
আমি এসেছি......
দেখো মা!আমি এসেছি..
ত্রিরংগা লেপ্টে,কফিন বন্দি হয়ে,
সিপাহী ভাইদের কাঁধে চেপে এসেছি...
দেখো মা!আজ বাড়িতে
আমার লোকে লোকারণ্য,
কত লোক এসেছে!
তোমার চোখে জল?
তুমি কাঁদছো মা?
বাবা নির্বাক,স্তব্ধ...
তুমিই না বলতে,
আমি তোমার সোনামনা চাঁদের কনা......
চাঁদ কী হারিয়ে যায়?
সে তো আকাশেই থাকে মা!
হে প্রিয়তমা!তুমি যে আমার অনুপমা,
তোমার চোখেও জল?
এ কী হয়েছে তোমার হাল?
চোখের নীচে কালি,
চুল উস্কোখুস্কো...
ভাবছো বসে মনের মানুষটাকে!
কপালের সিঁদুর,
গলায় মঙ্গলসূত্র,
হারিয়েছ তুমিই একাকী,
ভয় কী!তুমি না ফৌজির স্ত্রী...
যে মা তার সন্তানকে
উৎসর্গ করে দেশের কাজে.....
যে স্ত্রী স্বামিকে সঁপে দেয়,
দেশ মায়ের সেবায়....
তারা আবার দুর্বলতা কিসের!
ভীতু হতে পারে নাকি?
তারা তো মহীয়সী নারী।
মা ;আমি আছি,
এই আকাশ,বাতাস,নদী,গাছ,প্রকৃতি,
সবের সাথে মিশে আছি।
জানো মা !আমি শপথ নিয়েছিলাম,
"যতক্ষন দেহে আছে প্রান,
দেশ মাতৃকার করব সন্মান"!
মা! আমি পেরেছি,
শেষ রক্তবিন্দু দিয়েও
আমি শত্রুদের সাথে লড়েছি!
ভারত মাকে তির বিদ্ধ হতে দিই নি,
শত্রু দমন করেছি....
এখোনো কাঁদছো মা ?
এবার আমি আসি.....
আমি আছি,তোমাদের সাথেই আছি।
ভারত মায়ের কোলে এখন,
মা ! আমি খুব নিরাপদেই আছি....