আজ পাঁচটা দিন হল হেঁটেই চলেছি,
সাথে পরিবার ;
আর এক ছেলে এক মেয়ে।
বয়স তাদের খুব বেশী নয়,
ছেলের সাত মেয়ের পাঁচ।
ঘর ছেড়ে বহুদুরে এসেছিলাম পেটের তাগিদে,
করোনার ছোবলে কারখানা লকডাউনে,
বাড়ির মালিক ভাড়া দিতে না পারায় ,
বের করে দিল বাড়ি থেকে।
উফ্! কী কষ্ট!!
ছেলে মেয়ে দুটোর মুখে দিতে পারছি না অন্ন,
বেড়িয়ে পড়লাম রাস্তায়,
দুয়ারে দুয়ারে গিয়ে বলি "ফ্যান আছে গো ফ্যান"
ভাত চাই না,
শুধু চাই ফ্যান...
মহামারীর তান্ডবে তাও দিতে নারাজ,
কারন সকলেরই যে সমান আওয়াজ,
জল চাই ,অন্ন চাই,ঘরে ফিরতে চাই,
সেই স্বভূমিতে ফেরার আওয়াজ,
আমরাই পরিযায়ী সমাজ!