অতি চালাকের গলায় দড়ি,
এই প্রবাদটি সবাই জানে ভাড়ি.
চালাকির বশে; কারো টুটি চেপে
ধরতে গিয়ে,
নিজেই গর্তে পড়ে হুরমুড়িয়ে.
এ তো ভাড়ি নির্বুদ্ধিতার পরিচয়
চালাকির নামে ,শুধু
কুবুদ্ধির জাল বিছায়.
কিছু কিছু মানুষ আছে এমন,
নিজের টা গুছিয়ে নেবার,বেশ আয়োজন.
শুধুমাত্র ভালোমানুষির
মুখোশ পড়ার মনন.
কোথায় কে ছোটো হয়,কোথায় কে বড়,
ভাবনার কোনো নেই প্রয়োজন.
আবার কেউ ভাবে
নিজের আছে জ্ঞানের রাশি,
আসলে কিছুই নেই,
শূন্য কলসী বাজে বেশী.
অবশেষে বলি এ কথা,
বিচিত্র এ গোলক ধঁা ধঁা.
সুপথে চালিত কর ,
নিজ জীবন গঁাথা.