মৌচাকে আজ মৌ জমেছে,
ছার পোকার আর আসে কি?
নিম গাছেতে সীম হয়েছে,
বেল পাকলে কাকের কি?

পরের ছেলে পরমানন্দ,
তাতে আমাদের আসে কি?
যতই গোল্লায় যাবে ততই আনন্দ,
তোমার আমার তাতে কি?

এমন আছে কিছু মানব মনোভাব,
কারো সর্বনাশে তাদের হাসাটাই স্বভাব।
তাদের কাছে উৎসাহের বড্ড অভাব,
মনের মধ্যে যতসব কু বুদ্ধির আবির্ভাব।

যদি না হয় মানবতার উদ্ভব,
নোংরামি আর কুটিলতায় ঢাকবে সব।
বারে বারে খেতে হবে ঢপের চপ,
পরের জন্য গর্ত খুঁড়লে ,
নিজেই পরে ছটফট।
হবেই জীবন নটখট।

তাই সু বুদ্ধির করতে হবে উদয়,
এগিয়ে যাবার এটি ই সদুপায়।